বিটকয়েন কি?কিভাবে বিটকয়েন Faucet সাইট থেকে ফ্রি বিটকয়েন আয় করবেন?প্রতিদিন কত ডলার আয় করতে পারবেন?(13.08.2015)
01.বিটকয়েন কি?
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে ।
02.বিটকয়েনের মূল্য-
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য $271 ডলার । অর্থাৎ 1BITCOIN = ২১,৬৮০ টাকা
১ টাকা = ১০০ পয়সা । তেমনি ১ বিটকয়েন = ১০,০০,০০,০০০ সাতোশি ( ১০ কোটি শাতোশি) আবার ১০০ শাতোশি = ১ বিট
1 USD = 378,788 সাতোশি বা 0.00379377 BTC
বিটকয়েন এর ক্ষুদ্র এককঃ
1 MBTC = 1000000 BTC
1 uBTC = 0.00000 BTC
1 mBTC = 0.001 BTC
1 satoshi = 0.00000001 BTC
03.কিভাবে আয় করবেন?
বিটকয়েন আয় করতে হলে প্রথমে আপনাকে একটি বিটকয়েন একাউন্টখুলতেহবে। সহজে বিটকয়েন একাউন্ট খুলার জন্য আমার আগের পোস্টটি দেখুন-
যেভাবে সহজে বিটকয়েন একাউন্ট বা কয়েনবেইস একাউন্ট খুলবেন
বিভিন্ন Faucet সাইট থেকে বিটকয়েন আয় করা যায় । অনেক বিটকয়েন Faucet সাইট রয়েছে যারা প্রতি এড রেভিনিউ এবং এড ক্লিক করার জন্য বিটকয়েন পে করে থাকে নিচের চিএটি দেখুন -
উপরের চিএটি হচ্ছে একটি বিটকয়েন Faucet সাইটের। সাইটিতে বিভিন্ন রকমের এড দেখা যাচ্ছে।তারা মূলত এই এডগুলি দেখার এবং ক্লিক করার জন্য ভিজিটরদের পে করে থাকে। [বি:দ্র: যারা বিটকয়েন আর্ন করবেন তারা আতিরিক্ত বা প্রতিবার একই এড এ ক্লিক করবেননা, একেকবার একেক এড এ ক্লিক করবেন। চার বার ভিজিট বা আর্ন করার পর ১ বার এড এ ক্লিক করবেন।]
যেভাবে বিটকয়েন Faucet সাইট থেকে বিটকয়েন আয় করবেন -
প্রথমে আপনাকে বিভিন্ন বিটকয়েন Faucet সাইটে গিয়ে আপনার বিটকয়েন টি দিতে হবে এবং হিউমেন ভেরিফিকেশন এর জন্য একটি ক্যাপচা পূরন করতে হবে । ক্যাপচাটি পূরন করার অর্থ হলো আপনি যে একজন ভিজিটর কোন বোট বা সফটওয়্যার না তা প্রমান করা । নিচের ভিডিওটি দেখুন এখানে কিভাবে বিটকয়েন Faucet সাইট থেকে বিটকয়েন আয় করবেন তা দেখানো হয়েছে -
60++ হাই পেআউট বিটকয়েন Faucet সাইটের লিস্ট জানতে আমার আগের পোস্টটি দেখুন- 60++ হাই পেআউট বিটকয়েন Faucet সাইটের লিস্ট
04.কত ডলার আয় করতে পারবেন?
একেক বিটকয়েন Faucet সাইট একেক রকম পে করে থাকে এবং সময় বেধে দেওয়া থাকে। যদি কোন বিটকয়েন Faucet সাইটে 15 মিনিট সময় বেধে দেওয়া থাকে তাহলে আপনি ঐ সাইট থকে প্রতি 15 মিনিট পর পর বিটকয়েন আয় করতে পারবেন। ভালোভাবে কাজ করলে আপনি নিজে প্রতি ঘন্টায় $1-2++ আয় করতে পারবেন।
তাছাড়া প্রতিটি বিটকয়েন Faucet সাইটে 15%-55% পর্যন্ত রেফারেল কমিসন থাকে । কস্ট করে যদি কিছু রেফারেল বানাতে পারেন তাহলেতো প্রতিদিন $10++ সহজেই আয় করতে পারবেন ।
ফেসবুক পেজ www.facebook.com/onlineincomeideabd
অনলাইন আয় বিষয়ক নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন ।